ধামরাইবাসীর জন্য নতুন পরিবহন সেবা চালু করলো স্বজন পরিবহন।
নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
কালামপুর থেকে শুরু করে সাভার, গুলিস্তান হয়ে রাজধানীর সদরঘাট পর্যন্ত চলবে এই বাস সার্ভিস।
ধামরাই থেকে স্বজন পরিবহনের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন, ফরহাদ হোসেন রিমন।
তিনি জানান, যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময়মতো এবং নিরাপদভাবে গন্তব্যে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য।