

ইনক্লাবের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদের প্রকাশিত এক প্রতিবেদনে আশুলিয়া থানার বিএনপি’র সহ-সভাপতি বাসেদ দেওয়ান সম্পর্কে “মিথ্যা ও ভিত্তিহীন” তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকাবাসী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো সম্পূর্ণ মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় বাসেদ দেওয়ানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচার চালানো হয়েছে।
এলাকার একাধিক ব্যক্তি জানান, দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে যাচাই-বাছাই ছাড়া কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা অনৈতিক। এমন কর্মকাণ্ড পাঠককে বিভ্রান্ত করে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।
এ ব্যাপারে বাসেদ দেওয়ান জানান, “আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে। বিষয়টি নিয়ে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে বিভ্রান্তিকর তথ্য অপসারণ ও সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।