
ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) রাতে অভিযান চালিয়ে মো. টেটাবুল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক টেটাবুল দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় কোটি টাকার মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
