

স্টাফ রিপোর্টার প্রতিনিধি:জাহিদ খান
ঢাকার ব্যস্ততম শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ বসবাস করেন। শিল্প এলাকা ও ইপিজেডঘেরা এই থানায় প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
সম্প্রতি আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হান্নানের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ তুলেছে। তবে তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ওসি হান্নান বলেন—
> “আমি আশুলিয়াবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছি। কিছু সুবিধাবাদী লোক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানার পুলিশ সদস্যরা সীমিত জনবল নিয়ে দিনরাত কাজ করছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ও অপসংবাদিকতা থানার ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে।
সচেতন মহল মনে করে—
> “আশুলিয়া থানাকে দালালমুক্ত ও অপসংবাদিকতা থেকে রক্ষা করতে প্রশাসনের নজরদারি প্রয়োজন।”