
ধামরাই প্রতিনিধি:
ধামরাইবাসীর নিঃস্বার্থ ভালোবাসা ও পরোপকারে অনুপ্রাণিত হয়ে এক স্থানীয় ব্যক্তি ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধামরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, “ধামরাইয়ের মানুষ নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজেরা বড় না হয়ে অন্যকে বড় করে। এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে নাড়া দিয়েছে। আমার অনেক মায়া হয় এই মানুষগুলোর প্রতি।”
তিনি আরও বলেন, “লক্ষ্য করে দেখবেন— তমিজ উদ্দিন সাব, ইয়াছিন ফেরদৌস মুরাদ ভাই, নাজমুল হাসান অভি ভাই— এদের মতো মানুষদের জন্য ধামরাইবাসী কত কষ্ট করে, কত ভালোবাসা ঢেলে দেয়। তাই আমি এবার মানুষের জন্য, ধামরাইবাসীর জন্যই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি জানান, ভালোবাসা পাওয়ার জন্য নয়, বরং ধামরাইবাসীকে নিজের ভালোবাসা ও সেবার মাধ্যমে ফিরিয়ে দিতে চান তিনি।