
ধামরাই (ঢাকা): ধামরাই পৌরসভায় অবস্থিত কানি বিল-কুন্দি বিল এলাকায় আধুনিক পাবলিক স্পেস তৈরির কাজ শুরু হচ্ছে আগামী নভেম্বর, ২০২৫-এ। উপজেলা প্রশাসন, ধামরাই এবং জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করা হবে সরকারি এ জলাধারটির।
প্রকল্পের আওতায় ৮ একর আয়তনের বিলটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, ওয়াকওয়ে ও পাবলিক স্পেস নির্মাণ, বৃক্ষরোপণ এবং স্ট্রিট লাইট স্থাপনসহ নানাবিধ উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
থানা স্ট্যান্ড ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রির মাঝখানে অবস্থিত এই জলাধারটি ঘনবসতিপূর্ণ ধামরাই পৌরসভার বাসিন্দাদের জন্য একটি বিনোদন ও বিশ্রামের স্থান হিসেবে গড়ে উঠবে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, “এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ধামরাই শহরবাসীর জন্য একটি সুন্দর ও পরিবেশবান্ধব জনঅবকাশ কেন্দ্র তৈরি হবে।”
