

২৭ অক্টোবর, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে উদযাপনের আমেজ ছড়িয়ে পড়েছে।
এই গৌরবময় দিনে ধামরাই থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি ধামরাই পৌর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেতাকর্মীরা নব উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ধামরাই পৌর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায় বলা হয়,
> “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।”
এই উপলক্ষে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন খুররম চৌধুরী টুটুল,
সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল।