সাভারের জাহাঙ্গীরনগর এলাকায় পৌরসভার ময়লা ফেলার কারণে একটি পুকুরের পানি বিষাক্ত হয়ে পড়েছে। এতে করে লক্ষ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ইজারাদার কমল।
কমল জানান, তিনি সাভারের ২০ মাইল এলাকার পাশে একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। সম্প্রতি সাভার পৌরসভা পাশের রাস্তার ধারে ময়লা-আবর্জনা ফেলতে শুরু করে। সেই ময়লার বিষাক্ত রস পুকুরে মিশে মাছ মরে যেতে থাকে।
“প্রথমে কয়েকটি মাছ ভেসে উঠতে দেখে বুঝতে পারি কিছু একটা সমস্যা হয়েছে। পরে প্রতিদিন শত শত মাছ মরে ভেসে উঠতে থাকে। কয়েকদিনের মধ্যেই পুকুরে থাকা প্রায় সব মাছ মারা যায়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে,”— বলেন কমল।
এ ঘটনায় মানসিক ও শারীরিক ধাক্কা খেয়ে কমল অসুস্থ হয়ে পড়েন এবং গত ১৯ দিন ধরে ঢাকা সিএমএস মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হলেও ক্ষতির জন্য এখনও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমি জাহাঙ্গীরনগর প্রশাসন ও সাভার পৌরসভাকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেছেন, পৌরসভার বর্জ্য অপসারণে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছে। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় অনেক সময় রাস্তাঘাট, খাল-পুকুর কিংবা জলাশয়ে ফেলা হয়, যার ফলে পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
কমল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে ক্ষতিপূরণ এবং পুনরায় মাছ চাষে সহায়তা প্রদান করা হয়। সেইসঙ্গে এমন দূষণ যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।