সুন্দরগঞ্জে বিএস কোয়াটারগুলোর বেহাল দশা: রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার
জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত বিএস কোয়াটার গুলোর এখন বেহাল দশায় পরিণত হয়েছে। এসব কোয়াটারগুলো পরিত্যক্ত থাকায় অনেকগুলোই অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে বলেও মনে করছেন উপজেলার সচেতন মহল। সেই সাথে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে।
সরেজমিনে দেখা যায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বিএস কোয়ার্টারটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। ভবনটির ছাদ সহ ওয়াল ধসে পড়ে এখন ঝাউ জঙ্গলে পরিনত হয়েছে।
এছাড়াও কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলার যেসব ইউনিয়নে বিএস কোয়ার্টার রয়েছে প্রায় সবগুলোই একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে।
এসব কোয়ার্টারগুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের বিএস (বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের) আবাসিক -কাম অফিস হিসেবে ব্যবহার হওয়ার কথা থাকলে ও বর্তমানে তা আর ব্যবহার হচ্ছেনা। সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের রক্ষণা বেক্ষণের অভাব এবং কোয়ার্টার গুলো অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার কারনেই বিপুল পরিমান অর্থ ব্যয়ে নির্মাণ করা সরকারী সম্পদ এখন বেহাত। এমন কি এসব ভবনের দরজা-জানালা থেকে শুরু করে ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে বিপুুল পরিমান মূল্যের সরকারী সম্পদ। সেই সাথে এসব পরিত্যাক্ত ভবন এখন অসামাজিক কর্মকান্ডের আখড়ায় পরিনত হয়েছে।
স্থানীয়রা বলছে জন্মের পর থেকেই দেখছি বিএস কোয়ার্টার গুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে । এতে করে স্থানীয়রা কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি ভবনগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করলে কৃষকরা কাছাকাছি থেকে কৃষি সেবা পেয়ে উপকৃত হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবীর বলেন, উপজেলার ইউনিয়নগুলোর প্রতিটি বিএস কোয়াটারগুলো পরিত্যক্ত অবস্থায় যুগ যুগ ধরে পড়ে রয়েছে। আমরা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি কিন্তু কোন লাভ হয়নি